ঝংকার কলেজ অফ কালচার ও শ্রী শারদ সম্মান যৌথভাবে আয়োজন করেছে জাতীয় সুন্দরম নৃত্য মহোৎসব ২০২৪...
ঝংকার কলেজ অফ কালচার ও শ্রী শারদ সম্মান যৌথভাবে আয়োজন করেছিল জাতীয় সুন্দরম নৃত্য মহোৎসব ২০২৪ নৈহাটির ঐকতান মঞ্চে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন ডক্টর অর্ক দেব ভট্টাচার্য, সোমনাথ রায়,রূপকথা বিশ্বাস, শ্রী সুভায়ন চক্রবর্তী , নাট্য ব্যক্তিত্ব শ্রী চন্দন সাহা, নিত্য গুরু কুশল ভট্টাচার্য, ঝংকার কলেজ অফ কালচারের কর্ণধার শ্রীমতি শিবানী কুন্ডু সাহা সহ অন্যান্য অতিথিরা। এই ন্যাশনাল ডান্স ফেস্টিবলে পার্টিসিপেট করেছিলেন বাংলার বাইরে থেকে আশা বহু গুণী শিল্পীরা যেমন কোচবিহার,দিল্লি,শিমলা, উত্তরাখন্ড, দার্জিলিং।