দেখুন TV9 বাংলা নিউজ সিরিজ 'ভোটযুদ্ধ, দেশের লড়াই', পর্ব - ২, ১৭ মার্চ, রবিবার, রাত ১০টায়।


কলকাতা, ১৭ মার্চ :  পাঁচের দশকের শেষ থেকেই কড়া চ্যালেঞ্জের মুখে পড়ছিল দিল্লির শাসকদল কংগ্রেস। জওহরলাল নেহরু পরবর্তী জমানায় আরও তীব্র হল দিল্লি বিরোধিতা। পুরনোপন্থীদের হটিয়ে কংগ্রেসের স্টিয়ারিং তখন নেহরু কন্যা ইন্দিরা গান্ধীর হাতে। যত পোক্ত হতে লাগল ভারতীয় সংসদীয় গণতন্ত্র তত বিষেরও বাড়বাড়ন্ত। ৬৭-র বিধানসভা নির্বাচনেই পশ্চিমবঙ্গ, বিহার, ওড়িশা, সাবেক মাদ্রাজ, কেরালা ও পাঞ্জাবে গদিহারা কংগ্রেস। পশ্চিমবঙ্গে বিভক্ত কংগ্রসেও, প্রথম ক্ষমতায় বিরোধী, যুক্তফ্রন্ট সরকার।

সমাজ ও তার সঙ্গে ব্যক্তি-ক্ষমতার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিল উত্তাল ষাটের দশক। বাংলার মূলধারার রাজনীতি এসে দাঁড়াল নতুন বাঁকের মুখে। শহরের রাজপথ ততদিনে ছাত্রদের দখলে। কিছুদিনের মধ্যেই বাংলার শহরে-গ্রামে হিংসার খোলা হাট। একদিকে নকশালপন্থী তরুণদল, অন্যদিকে কংগ্রেস। আবার কোথাও সিপিএম বনাম নকশাল। পথে পুলিশ ও আধা সামরিক বাহিনীর রাজ। সিপিএম ও সিপিআই, দুই কমিউনিস্ট পার্টির মধ্যে কে বড়, সংঘাত চলছিল তা নিয়েও।

৭১-র লোকসভা নির্বাচনের আগে গরিবি হটাওয়ের ডাক দিয়েছিলেন ইন্দিরা গান্ধী।আদি কংগ্রেস, জনসঙ্ঘ, সোশ্যালিস্ট পার্টি ও স্বতন্ত্র পার্টির স্লোগান ছিল, ইন্দিরা হটাও। মুক্তিযুদ্ধের মুখোমুখি বাংলাদেশ। সুযোগ বুঝে সাধারণ নির্বাচন এক বছর এগিয়ে আনলেন ইন্দিরা। পরে মুক্তিযুদ্ধের ধাক্কায় এপারে চলে আসা ছিন্নমূলরা তখন শহর ও শহরতলিতে গড়ে তুলছেন নতুন নতুন কলোনি। ফের মাথাচাড়া দিয়েছে খাদ্যসঙ্কট। ইন্দিরা তখন বাংলাদেশের মুক্তিযুদ্ধের আলোয় আলোকিত। দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের নাতি সিদ্ধার্থশঙ্কর রায় বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেন ৭২-এর ২০ মার্চ।  ইন্দিরা-সিদ্ধার্থশঙ্করের কংগ্রেসের সঙ্গে সিপিআইয়ের দোস্তিতে বঙ্গ রাজনীতিতে জুড়ে গেল নতুন মাত্রা।  ‘ইন্দিরা ইজ ইন্ডিয়া, ইন্ডিয়া ইজ ইন্দিরা’ স্লোগানটা তখন স্তাবকবৃন্দের মুখে মুখে। ১৯৭৫-এর জুনে  ইন্দিরা গান্ধীর নির্বাচন খারিজ এলাহাবাদ হাইকোর্টের।

৭৫-এর ২৫ জুন রাত ১১টার পর ব্যক্তিগত সচিবের হাতে ইন্দিরার পাঠানো টপ সিক্রেট লেখা একটা চিঠি দিলেন রাষ্ট্রপতি ফকরুদ্দিন আলি আহমেদ। চিঠিতে রয়েছে-- ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা ভয়ানক সঙ্কটে। তাই সংবিধানের ৩৫১ (১) অনুচ্ছেদ মোতাবেক জরুরি অবস্থা জারির ঘোষণা করুন রাষ্ট্রপতি। এক মধ্যরাতে স্বাধীনতার পতাকা উড়েছিল দেশে। তেমনই এক মধ্যরাতে দেশবাসীর মাথায় নেমে এল অন্য এক পরাধীনতার কুঠার।  TV9 বাংলার নিউজ সিরিজে ষাট-সত্তরের সেই উত্তাল সময়, সাধারণ নির্বাচন ঘিরে শাসক-বিরোধীদের ঘাত-প্রতিঘাত। সঙ্গে বিশিষ্টদের বিশ্লেষণ-সহ লোকসভা নির্বাচনের নানা কাহন। দেখুন TV9 বাংলা নিউজ সিরিজ 'ভোটযুদ্ধ, দেশের লড়াই', পর্ব - ২, ১৭ মার্চ, রবিবার, রাত ১০টায়।  


Popular posts from this blog

We have fulfilled the CAA promise: Union Home Minister Amit Shah

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম

The Stunning Forevermark Setting Collection from De Beers Forevermark An Icon of Resilience and GraceTop of Form