আইপিএস সুখেন্দু হিরা সাহেবের দ্বিতীয় বই প্রকাশ...
মঙ্গলবার কলকাতা আন্তর্জাতিক বইমেলায় প্রকাশিত হল অন্ততদন্তমূলক লেখক 'আইপিএস' সুখেন্দু হিরা সাহেবের দ্বিতীয় বই 'নারীপাচার যুগে যুগে'।এদিন এই বই টি উদ্বোধন করলেন সোমা দাস মিত্র(ডিআইজি-সিআইডি)। এই বইটির প্রকাশক: বি. বি. কুণ্ডু গ্র্যাণ্ডসন্স।কলকাতা বইমেলার
স্টল নং ৫০২ তে পাওয়া যাচ্ছে এই বই।