প্রেসক্লাবে দেব সাহিত্য কুটীর-এর ২৭টি বই প্রকাশ....

 কলকাতা, ১১ জানুয়ারি ২০২৪। আসন্ন ৪৭ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলা উপলক্ষ্যে বাংলার প্রাচীনতম ১৬০ বছরের পুরনো ঐতিহ্যবাহী সংস্থা দেব সাহিত্য কুটীর প্রেসক্লাবে প্রকাশ করলো ২৭টি গ্রন্থ। এদিনের অনুষ্ঠানে পাঁচটি বই এর আনুষ্ঠানিক প্রকাশ করেন রাজ্যের মাননীয় পঞ্চায়েত মন্ত্রী কবি ও লেখক শ্রী শোভনদেব চট্টোপাধ্যায়ে।শোভনদেব বাবু লেখকদের অনুরোধে একটি অসাধারণ কবিতা পাঠ করে শোনান। তিনি আগামীদিনে দেব সাহিত্য কুটীর এর প্রকাশনা সংস্থা থেকে বই প্রকাশের ইচ্ছা প্রকাশ করেন। বই প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেব সাহিত্য কুটীর-এর ম্যানেজিং ডিরেক্টর ও ‘শুকতারা’র সম্পাদক শ্রী রাজর্ষি মজুমদার এবং ডিরেক্টর ও ‘নবকল্লোল’-এর সম্পাদক শ্রীমতী রাজিকা মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন আমন্ত্রিত বহু প্রথিতযশা লেখক ও শিল্পীরা। 
যে বইগুলি এদিন প্রকাশিত হল তার মধ্যে দেব সাহিত্য কুটীরের নিজস্ব সংকলন ছাড়াও ঐতিহাসিক, ভৌতিক, গোয়েন্দা, রহস্য-রোমাঞ্চ, থ্রিলার, প্রেম, হাসি, খেলা, ধর্মীয়, কল্পবিজ্ঞান, প্রাপ্ত মনস্ক, মনস্তাত্ত্বিক, সামাজিক থেকে শুরু করে বিখ্যাত বিদেশি কমিকস্ দিয়ে সাজানো হয়েছে এই গ্রন্থ সম্ভার। সমগ্ৰ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবকল্লোলের সম্পাদক রাজিকা মজুমদার।
পাঠকদের কথা ভেবে ২৭টি বই এর সম্পূর্ণ তালিকা নীচে দেওয়া হল-
 সেরা শুকতারা (৩)
 শিবরাম সমগ্র (১)
 নির্বাচিত ঐতিহাসিক উপন্যাস—রমেশচন্দ্র দত্ত
 বাবুমিউ সমগ্র (২)—শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
 খেলা সমগ্র—শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায়
 বিলির বুট—শান্তিপ্রিয় বন্দ্যোপাধ্যায় (কমিকস্ বই)
 যোনিকীট ও আরও ২—সর্বাণী মুখোপাধ্যায়
 কলকাতায় ভূত—ড. গৌরী দে
 অলৌকিক ভয়ঙ্কর—হিমাদ্রিকিশোর দাশগুপ্ত
 ভূতেরাও ভয় পায়—চঞ্চলকুমার ঘোষ
 মেজদাদার কীর্তিকলাপ—দীপঙ্কর বিশ্বাস
 ভূত চতুর্দশী—রূপক চট্টরাজ
 এক রহস্য দুই রোমাঞ্চ—সিদ্ধার্থ সিংহ
 সোনাঝুরির আতঙ্ক—মনজিৎ গাইন
 ভয়ঙ্কর ভূতের রহস্য—অঞ্জলি ভট্টাচার্য
 গুপ্ত মহাপুরুষ ভোলানাথ—পাপিয়া ভট্টাচার্য
 অন্য মেহফিলের গল্প—শ্রেয়া চক্রবর্তী
 গল্প ফুলের সাজি—ড. তৃপ্তি মজুমদার
 চম্বলের তিনকাহন—সূর্যোদয় চ্যাটার্জী
 ছন্দে ছড়ায় জীবন কথায়—শিল্পী চক্রবর্তী
 জীবনযুদ্ধ—বন্দনা পাল
 রামধনুর বাঁকে—ডাঃ অরুণাংশু
 ফুলের নাম পুটুশ—সপ্তদ্বীপা অধিকারী
 এক সোমবারে আপনি—ফুল্লরা
 তিন এক্কে চার—অনিরুদ্ধ আলি আক্তার
 প্রাণ টিক্ টিক্ টিক্—প্রান্তিক চ্যাটার্জী
 অগ্নিপথের সাক্ষী—সুবল চন্দ্র মণ্ডল
কলকাতা বইমেলাতে দেব সাহিত্য কুটীর এর স্টল নং—৪০৯ (৭নং গেটের সামনে)। পাঠকরা চাইলে অনায়াসে বইমেলায় গিয়ে দেব সাহিত্য কুটীর এর স্টলে গিয়ে হাজার হাজার নানা ধরণের বই দেখার সুযোগ পাবেন।
 

Popular posts from this blog

We have fulfilled the CAA promise: Union Home Minister Amit Shah

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম

The Stunning Forevermark Setting Collection from De Beers Forevermark An Icon of Resilience and GraceTop of Form