মহাজাতি সদনে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী ' র উদ্যোগে বাংলা সঙ্গীত মেলা ২০২৩...
মহাজাতি সদনে চলছে মাননীয় মুখ্যমন্ত্রী ' র উদ্যোগে বাংলা সঙ্গীত মেলা ২০২৩। মেলা শুরু হয়েছে ২৫ ডিসেম্বর চলবে ১লা জানুয়ারি পর্যন্ত। প্রতি বছরের মতো এ বছরেও বহু মঞ্চ জুড়ে চলছে গানমেলা। এই বাংলা সঙ্গীত মেলাতে বহু শিল্পীর কণ্ঠে বাংলা গান মন ভরিয়ে দিয়েছে।
মহাজাতি সদনে সঙ্গীত মেলাতে ৩০শে ডিসেম্বর শিল্পী মহুয়া সেন গাইলেন, যত স্বপ্ন ছিল ' গানটি। শিল্পীর কণ্ঠে নতুন গান শ্রোতাদের মন ভরিয়ে তুললো।এদিন এই মঞ্চে উপস্থিত ছিলেন ব্রহ্মতোষ
চ্যাটার্জী সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যাক্তিরা।