ডঃ এ পি জে আব্দুল কালাম রত্ন অ্যাওয়ার্ড এ সম্মানিত হলেন ইংরেজি সাহিত্যের কবি ডঃ স্বপন কুমার নাথ.....


নিউদিল্লি, ২৭ ডিসেম্বর, ২০২৩। এই বাংলায় কবি সাহিত্যিকের সংখ্যা যথেষ্ট হলেও ইংরেজি ভাষায় লব্ধ ও প্রতিষ্ঠিত কবি খুবই কম দেখতে পাওয়া যায়। এমন এক কবির কথা বলবো যিনি ইতিমধ্যে বাংলা ও বাঙালির মুখ উজ্জ্বল করেছেন। যিনি সুদূর লন্ডন থেকে থেকে পুরস্কৃত ও সম্মানিত হয়েছেন তিনি হলেন এই বাংলার কবি ডঃ স্বপন কুমার নাথ।  সম্প্রতি সাহারা চ্যারিটেবল ট্রাস্ট আয়োজিত মিসাইল ম্যান ডঃ এ পি জে আব্দুল কালাম রত্ন অ্যাওয়ার্ড এ পুরস্কৃত ও সম্মানিত হলেন সোদপুর নিবাসী শিক্ষক ও ইংরেজি সাহিত্যের কবি ডঃ স্বপন কুমার নাথ। ২৫০জন কবির মধ্যে থেকে শেষপর্বে বাছাই করা পঞ্চাশ জন কবির মধ্য থেকে তিন জন কবি কে পুরস্কৃত করা হয়।এই তিন জন কবির মধ্য থেকে এই বাংলার স্বনামধন্য কবি ডঃ স্বপন কুমার নাথ তার লেখা ইংরেজি কাব্য গ্রন্থ "FIRE AND ASPIRATION" এর জন্য এই পুরস্কারটি লাভ করেন। ইতিমধ্যে কবি ওয়ার্ল্ড বুকস অফ লন্ডন খেতাবও প্রাপ্ত হন। বিশেষ কারণ বশতঃ কবি স্বপন কুমার নাথ অনুষ্ঠানটি উপস্থিত থাকতে না পারার ফলে আয়োজক সংস্থা ডাক মারফত কবির কাছে পুরস্কারটি পৌঁছে দেন। কবি স্বপন কুমার বলেন আমি অত্যন্ত খুশি এই ধররেন বিশ্ব মঞ্চে সন্মান লাভ করে।এই সন্মান আগামীদিনে আরও ভালো লেখার জন্য অনুপ্রাণিত করবে। ইতিমধ্যে কবি এশিয়ান এডুকেশন এওয়ার্ড এ সম্মানিত হয়েছেন। আরেকটি কথা বিশেষভাবে উল্লেখযোগ্য তা হলো ডঃ স্বপন কুমার নাথ এর  দুটি কবিতা বিদেশে পাঠ্য হয়েছে। যা এক কথায় অত্যন্ত সম্মানের ও গর্বের বিষয়। 

Popular posts from this blog

We have fulfilled the CAA promise: Union Home Minister Amit Shah

Rahul Baba is running from one place to another to contest elections: Amit Shah

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম