সুন্দরবনের অবহেলিত শস্য ও সব্জির প্রচার এবং প্রসারে মেলা

সুন্দরবনের অনাদৃত ও স্বল্প ব্যবহৃত শস্য ও সব্জি জনপ্রিয় করার লক্ষ্যে Development Research Communication and Services Centre - DRCSC, একটি খাদ্য ও বীজ মেলার আয়োজন করে। ২৩ ডিসেম্বর শনিবার,গড়িয়ার বালিয়া বালক সংঘ ময়দানে অনুষ্ঠিত এই মেলায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কৃষক ও বিক্রেতারা জৈব উপায়ে তৈরি বিষমুক্ত শস্য ও সব্জি নিয়ে উপস্থিত ছিলেন। প্রদর্শনীর পাশাপাশি ছিল বিক্রির ব্যবস্থাও। উৎপাদক, ক্রেতা ও বিক্রেতার মধ্যে সংহত সমন্বয় ও সংযোগ তৈরি করাই এই মেলার মূল উদ্দেশ্য। 
DRCSC দীর্ঘদিন ধরেই সুস্থায়ী কৃষি তথা সুস্থায়ী উন্নয়ন নিয়ে পশ্চিমবঙ্গের ১২ টি জেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিয়ে কাজ করে চলেছে। ২০২১ সাল থেকে অনাদৃত ও অবহেলিত পুষ্টিকর শাক সব্জির প্রচার ও প্রসারে আরো একটি প্রকল্প হাতে নিয়েছে এই সংস্থা। Consumption of Resilient Orphan Crops and Products for Healthier Diets বা CROPS 4 HD নামের এই প্রকল্পের আর্থিক ও কারিগরি সহযোগিতায় রয়েছে SWISSAID, India ও Institute of Organic Agriculture - FiBL সুইজারল্যান্ড।
মেলায় বিশেষজ্ঞ,কৃষক এবং বিক্রেতাদের মধ্যে আলোচনা ও মত বিনিময় হয়। এছাড়াও কামরাঙা সিম দিয়ে ব্যঞ্জন তৈরির একটি প্রতিযোগিতাও হয়। বিজয়ীদের আকর্ষণীয় পুরস্কার দেওয়া হয়।
উপস্থিত ছিলেন, DRCSC র সভাপতি ও বিজ্ঞানী প্রতাপ মুখোপাধ্যায়, প্রোজেক্ট ডিরেক্টর ড. পল্লব দে, প্রোডাকশন কো- অর্ডিনেটর অনির্বাণ ব্যানার্জী, 'পৌষ্টিক লাইফ' এর কর্ণধার সুদীপ চ্যাটার্জী প্রমুখ।

Popular posts from this blog

We have fulfilled the CAA promise: Union Home Minister Amit Shah

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম

The Stunning Forevermark Setting Collection from De Beers Forevermark An Icon of Resilience and GraceTop of Form