Posts

সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে.জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল লিগ্যাল এইড ফোরাম

Image
সোমবার বিকেলে কলকাতার রবীন্দ্র সদন এলাকার এক বিলাসবহুল হোটেলে সভাগৃহে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি কে. জে. বালাকৃষ্ণন কে সংবর্ধনা দিল অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম। এই সংবর্ধনা প্রদান সভায় উপস্থিত ছিলেন রেরার চেয়ারম্যান বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত,  দুই অবসরপ্রাপ্ত  বিচারপতি অশোক দাস অধিকারী ও দীপক সাহা রায়, রাজ্য পুলিশের প্রাক্তন ডিজিপি নপড়াজিত মুখোপাধ্যায়, কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মধ্যে ছিলেন সুখরঞ্জন দাশগুপ্ত, সঞ্জয় বর্ধন, চন্দ্রশেখর বাগ, কল্যাণ কুমার চক্রবর্তী প্রমুখ। আয়োজক সংগঠন অর্থাৎ 'অল ইন্ডিয়া লিগ্যাল এইড ফোরাম' এর সাধারণ সম্পাদক জয়দীপ মুখার্জি জানান -"  দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি মাননীয়  কে.জে. বালাকৃষ্ণন  জাতীয় মানবাধিকার রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছেন।এই মহান ব্যক্তিত্ব কে আমরা সম্মান জানাতে পেরে গর্বিত "। জানা গেছে, কেরালা রাজ্য নিবাসী হিসাবে সর্বপ্রথম তিনিই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পদে টানা তিন বছর ছিলেন। গত ২০০৭ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত সুপ্রিম কোর্টের প্

কত্থক নৃত্য গুরু শ্রীমতী অলোকপর্ণা গুহ দ্বারা পরিচালিত শাস্ত্রীয় নৃত্য প্রতিষ্ঠান পুষ্পক ড্যান্স অ্যাকাডেমি...

Image
কলকাতা: কত্থক নৃত্য গুরু শ্রীমতী অলোকপর্ণা গুহ দ্বারা  পরিচালিত   শাস্ত্রীয় নৃত্য প্রতিষ্ঠান পুষ্পক ড্যান্স অ্যাকাডেমির তত্বাধানে ৫ওই মে ২০২৪ , রবিবার , ট্রিপল এ ষ্টুডিও তে  শাস্ত্রীয় নৃত্য অনুষ্ঠান "রিয়াজ পিরিয়ডিকালর" আয়োজন করা হয়  । অনুষ্ঠানের উদ্বোধনে   নৃত্য গুরু পারমিতা মৈত্র , আলোকপর্ণা গুহা , অর্পিতা ভেঙ্কটেশ , সৌরভ রায়  ,  কাবেরী  সেন , অনুরেখা ঘোষ ,  দেবযানী চ্যাটার্জি , মোহুল  মুখার্জি  ও পুষ্পক ডান্স আকাদেমির  ছাত্রীরা গুরু বন্দনা গাইলেন।    উদ্বোধনের পর মূল অনুষ্ঠান শুরু হয়  . অনুষ্ঠানে কথক নৃত্য গুরু পারমিতা মৈত্রর শিষ্যা শারদীয়া দত্ত কথক নৃত্যে   তিন তাল সোল  মাত্রায় সরগম পরিবেশন করলেন।  ভরতনাট্যম নৃত্য শিল্পী  শ্রাবনী দাসের শিষ্যা দিয়া দেবনাথ ভরতনাট্যম নৃত্যে  ত্রীমাতা কৌতুভম এবং কালী কৌতুভম  পরিবেশন করলেন।   কথক  নৃত্য শিল্পী  অনুরেখা ঘোষের  শিষ্যা  দিভ্যানসা বিশ্বাস কথক নৃত্যে কৃষ্ণ ভাজনের উপর "সুন্দর গোপাল" ও শুদ্ধ কথক তিনতাল  পরিবেশন করলেন।  কথক  নৃত্য শিল্পী সৌরভ রায়র   শিষ্যা  স্মরনয়া দাস  কথক নৃত্যে  গনেশ স্তূতি ও বি

Rahul Baba is running from one place to another to contest elections: Amit Shah

Image
No problem with the seat, problem lies with Rahul, wherever he goes, he will lose Union Home Minister and Minister of Cooperation and senior Bharatiya Janata Party leader Amit Shah addressed a massive public meeting organised in Daman and Diu during the third phase of the Lok Sabha elections, targeting the Congress, especially Rahul Gandhi. Considered a school of politics in himself, Amit Shah clearly stated that, 'Rahul Baba is running from one place to another to contest elections. There is no problem with the seat, the problem lies with Rahul, wherever he goes, he will lose.' Amethi and Rae Bareli have traditionally been strongholds for the Congress. The current state of the Congress is such that after losing in Amethi, Rahul Gandhi is attempting to contest from Wayanad, and now in 2024, he is going to contest from Rae Bareli. Those with a basic understanding of politics believe that Rahul Gandhi has been attempted to be launched for almost 20 years, but every ti

'ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাব' আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবির...

Image
ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাব তাদের সদস্য ও পরিবারের লোকজনদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করে। সহযোগিতায় ছিল 'নারায়ণা হেল্থ'। ৫ মে রবিবার, কলকাতার সুবর্ণ বণিক সমাজ সভাঘরে আয়োজিত এই শিবিরে শরীরের ওজন ও রক্তচাপ মাপা, রক্তের শর্করা, ফুসফুসের কার্যক্ষমতা ( PFT ), হাড়ের ঘনত্ব ও চক্ষু পরীক্ষা করা হয়। এছাড়াও ছিল ইসিজির ব্যবস্থা এবং ডাক্তারের পরামর্শ।   ক্লাব সদস্য ও তাঁদের পরিবারের লোকজন মিলিয়ে প্রায় ২২০ জন এদিন স্বাস্থ্য পরীক্ষা করান। সবার জন্য ছিল মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা।  ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সভাপতি প্রান্তিক সেন বলেন, "এই সংস্থা একটা পরিবারের মতো। পরিবারের সদস্যরা যাতে ভালো থাকেন, সেই কারণেই স্বাস্থ্য শিবিরের আয়োজন। সম্পাদক ইমন কল্যাণ সেন বলেন, "এই প্রচন্ড দাবদাহের মধ্যেও ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের বহু সদস্য এবং তাঁদের পরিবারের লোকজন শিবিরে উপস্থিত হয়ে একসঙ্গে দিনটা উপভোগ করলেন। স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন ক্যালকাটা জার্নালিস্টস্ ক্লাবের সহ সভাপতি পূর্ণেন্দু চক্রবর্তী ও নরেশ মণ্ডল, কোষাধ্যক্ষ সাধন

Hot Summer Bargains only at Deck 88!...

Image
What: Summer Solace When: till 31st May Where: Deck 88 Address: The Astor Kolkata, 15, Shakespeare Sarani Rd Pocket pinch for two: INR 600   Find some solace in this summer heat at Astor Kolkata, featuring unbeatable prices on food and drinks. Quench your thirst with refreshing cocktails like the Ginger Mojo or the Tropical Garden, all at affordable rates. Don't miss out on the unbelievable offer on beers at just Rs. 150, including Carlsberg, Kingfisher, Tuborg, and more. Delight your palate with the Granny Smith & Fennel salad, or savor the Thai Style Raw Mango & Papaya salad. For the main course, enjoy the Grilled Chicken Caprese or  the Stuffed Zucchini. Complete your meal with  Kiwi or Wood Apple kulfi. Mr. Amit Kobat, the General Manager of Astor Kolkata said, "As the mercury rises, Astor Kolkata introduces its Summer Menu, a refreshing selection of culinary delights crafted to beat the summer heat. With each dish thoughtfully prepared to i

Biryani Food Festival : 1st May to 31st May Lunch & Dinner...

Image
Where: Club Verde  Address: The Condoville, Budherhat Rd, 2052, Chak Garia, Panchasayar, Upohar, Kolkata, West Bengal 700094 Pocket pinch for two: INR 800   From the aromatic Subz Handi Dum Biryani to the indulgent Enchorer Kofta Biryani, each dish is crafted to perfection. Vegetarian options like Paneer Dum Biryani and Egg Aloo Dum Biryani offer delightful alternatives, while Kolkata Style Chicken Biryani and Hyderabadi Chicken Biryani showcase rich textures and spices. For those craving traditional favorites, their Kolkata Style and Nizami Mutton Biryani are sure to satisfy.  

DS PRODUCTION এর আয়োজনে ওরিফ্লেম মেগা রাম্প শো সিজন ২ আয়োজিত হলো কলকাতা তে...

Image
 DS PRODUCTION এর আয়োজনে ওরিফ্লেম মেগা রাম্প শো সিজন ২ আয়োজিত হলো কলকাতার ভিআইপি রোডের ও২ অক্সিজেন ব্যাংকোয়েট এ ।। অনুষ্ঠানে আয়োজনে ছিলেন DS PRODUCTION এর দুই কর্ণধার শর্মিষ্ঠা ব্যানার্জী ও দেবলীনা মুখার্জী ও যাদের ব্যবস্থাপনায় এই অনুষ্ঠান নীল বিশ্বাস ও প্রদীপ পোদ্দার।। অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে ছিলেন বিশিষ্ট চলচিত্র ও বাংলা টেলি জগতের স্বনামধন্যা অভিনেত্রী দেবলীনা দত্ত। এছাড়াও বিখ্যাত ফ্যাশন ডিজাইনার শান্তনু গুহঠাকুরতা, জিৎ বসু সহ অন্যান্য বিশিষ্ঠ ব্যক্তিবর্গ।